ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বৃষ্টির পানি নেমে গেছে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির পানি নেমে গেছে

নিজস্ব প্রতিবেদক : বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেলেও আজ সকালে পানি নেমে গেছে সড়ক থেকে।

বৃহস্পতিবার সকালে নগরীর বি‌ভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, রাজধানীর প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেছে। ফলে আগের মতোই কর্মব্যস্ত হয়ে উঠেছে নগরবাসী।

মতিঝিল, লালবাগ, আজিমপুর, নিউমা‌র্কেট, পলা‌শীসহ একা‌ধিক এলাকা সরেজমিনে দেখা যায়, রাস্তাঘাট থেকে বৃষ্টির পা‌নি নেমে গেছে। এর ফলে কর্মজীবী মানুষ নিজ নিজ কাজে নেমে পড়েছে।

নীল‌ক্ষেত মোড় থে‌কে নিউমা‌র্কেট হ‌য়ে আজিমপুর কবরস্থান পর্যন্ত রাস্তায় বৃ‌ষ্টির পা‌নি গতকাল রাত ১০টা পর্যন্ত জমে থাকলেও সারা রাতে সব পানি নেমে গেছে। ওই এলাকার রিকশাচালক দিদারুল ইসলাম বলেন, গতকাল সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাস্তায় পানি ছিল। আজ সকালের আগেই সব পানি নেমে গেছে। কাল সড়কে পানি থাকায় ভাড়া বেশি ছিল। আজ বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।

গাবতলী থেকে সায়েদাবাদ এলাকার গাড়িচালক শাহ আলম বলেন, আজ সড়কের কোথাও পানি নেই। কাল পানি থাকায় অনেক যানজট সৃষ্টি হয়েছিল। আজ সে সমস্যা কেটে গেছে।

বেসরকারি চাকরিজীবী মানছুরা আলম বলেন, কাল পানির কারণে খুব সমস্যায় পড়তে হয়েছিল। অফিসে আসা যাওয়ায় স্বাভাবিকের চেয়ে ডাবল খরচ হয়েছে। ভোগান্তি তো ছিলই।

গতকাল সকাল থেকেই টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত হয় পানি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/ইয়ামিন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়