ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সঠিক ইতিহাস জানতে হবে : আইজিপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সঠিক ইতিহাস জানতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘প্রত্যেক জাতির একটা ইতিহাস থাকে। জাতি হিসেবে সঠিক ইতিহাস জানা আমাদের প্রত্যেকের কর্তব্য। ইতিহাস যদি জানা না যায় তাহলে নিজের পরিচয়ও জানা যাবে না।’

মঙ্গলবার বিকেলে মিরপুর পুলিশ লাইনসে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ‘পুলিশ হিসেবে রাষ্ট্র, জাতি, সমাজ, ইতিহাস সব বিষয়ে জ্ঞান থাকা উচিত।’

আইজিপি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পড়লে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানা যাবে। জেল, জুলুম, গ্রেপ্তার ও লোভ-লালসা বঙ্গবন্ধুকে তার অবস্থান থেকে সরাতে পারেনি।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়