ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বানভাসিদের পাশে দাঁড়াতে বইমেলা

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বানভাসিদের পাশে দাঁড়াতে বইমেলা

ডেস্ক রিপোর্ট : দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এসব এলাকায় এখন বানভাসি মানুষ খুবই কষ্টে দিনযাপন করছে। ঘর-বাড়ি তলিয়ে গেছে। ক্ষেতের ফসল পানির নিচে। ঘটছে প্রাণহানির ঘটনাও।

বন্যার্ত এসব মানুষের পাশে দাঁড়াতে কয়েকজন তরুণের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বইমেলা। মেলায় বিক্রয়লব্ধ পুরো অর্থ দুর্গত অঞ্চলের বন্যার্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে। এ উপলক্ষে আগামী ২৫ আগস্ট  শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগে অনুষ্ঠিত হবে বইমেলা ।  এটি আয়োজন করেছে লেখক ও প্রকাশকরা।

আয়োজক প্রকাশনীগুলো হলো- ঐতিহ্য, বিশ্বসাহিত্য ভবন, বাবুই, দেশ পাবলিকেশন, বাঙালি, অমর প্রকাশনী, সিদ্দিকীয়া পাবলিকেশন্স, পঙ্খিরাজ, পরিবার পাবলিকেশন্স, ইনভেলাপ, কালো, ছায়াবীথি, জেব্রাক্রসিং, তৃতীয় চোখ, পূর্বপশ্চিম, লাটাই, ছড়া আনন্দ, দাঁড়িকমা প্রকাশনী।

আয়োজকরা জানান, বন্যার সময় বানভাসি মানুষরা অসহায়। তাদের কারো ঘর পানিতে ডুবে গেছে। কারো খাবার নেই। কারো জমির ফসল ডুবে গেছে। কারো গরু-ছাগল মরে গেছে। দুর্গত মানুষের পাশে থাকতেই এ আয়োজন।

আয়োজকদের একজন জব্বার আল নাঈম বলেন, বইমেলা থেকে বিক্রি করা পুরো অর্থ বানভাসিদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। সেসঙ্গে বইয়ের প্রতি উৎসাহী করে তোলাও লক্ষ্য।

বই কেনার পাশাপাশি নগদ অর্থসহায়তা দিয়েও বন্যার্তদের পাশে থাকতে পারেন। আর্থিক সাহায্য পাঠাতে পারেন বিকাশ (০১৮১৬১৫৯৩২৬, ০১৬১৫৩৩১০৯৮, ০১৯১১১৩১২৮১, ০১৯৪৫৫৯৯৯১৩) নম্বরে। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মো. আবদুল কাদের ১০৫-১০১-৮৩৩৭২ এবং অগ্রণী ব্যাংক লিমিটেড, জব্বার আল নাঈম ০২০০০০৮৯৪০২৫৪ এর ব্যাংক অ্যাকাউন্টে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়