ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘বঙ্গবন্ধুর রক্তে ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার বৈশিষ্ট্য’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধুর রক্তে ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার বৈশিষ্ট্য’

নিজস্ব প্রতিবেদক : ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বৈশিষ্ট্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাথে মিশে ছিল। এ বৈশিষ্ট্যই তাকে সংগ্রামী জীবন উপহার দিয়েছিল।’

বুধবার রাজউক মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজউক শ্রমিক-কর্মচারী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘অনেকেই বলে থাকেন, কতিপয় বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এটি মোটেও সঠিক তথ্য নয়। বঙ্গবন্ধু হত্যার পেছনে এক গভীর ষড়যন্ত্র ছিল। এ দেশের মানুষের অধিকার নিয়ে যাতে কোনো প্রতিবাদ না ওঠে, এ জাতি যাতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, এমন ঘৃণ্য উদ্দেশ্যেই বঙ্গবন্ধুর সাথে রক্তের সম্পর্কের সকলকেই ঘাতকেরা হত্যা করতে চেয়েছিল। সৌভাগ্যক্রমে দেশে না থাকায় জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে এবং ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্য নিয়ে কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। ছয় দফা দেওয়ার পর তৎকালীন অনেক রাজনীতিক এ দাবি থেকে সরে আসার জন্য বঙ্গবন্ধুকে চাপ দিয়েছে। কিন্তু তিনি ছয় দফার সাথে কোনো আপোশ করেননি। ছয় দফা ছিল এ জাতির মুক্তির সনদ। এ জাতিকে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতির প্রতিটি ধাপেই তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউক শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি এম এ মালেক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

আলোচনা সভার শুরুতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শন করা হয়। সবশেষে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়