ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাসায় নেওয়া হয়েছে প্রাপ্তিকে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসায় নেওয়া হয়েছে প্রাপ্তিকে

নিজস্ব প্রতিবেদক : আলোচিত সাত খুন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকনের মেয়ে মায়শা ওয়াজেদ প্রাপ্তিকে (১৭) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় নিয়েছে তার পরিবারের সদস্যরা।

বুধবার রাত পৌনে ১১টায় প্রাপ্তির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে বাসায় নিয়ে যায় বলে জানিয়েছেন প্রাপ্তির মামা সাইফুল ইসলাম।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়াও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তার পরিবার তাকে নারায়ণগঞ্জ নিয়ে গেছে।

বুধবার সন্ধ্যায় প্রাপ্তি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত জোর করে প্রাপ্তিকে মিষ্টি খাওয়ায় ও পানীয় পান করায়। এরপর প্রাপ্তি পেটে জ্বালাপোড়া অনুভব করে। সঙ্গে সঙ্গে সে তার বাবা ওয়াজেদ আলীকে ফোন দেয়। ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে প্রাপ্তির বাবা ঘটনাস্থলে আসেন। তাকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার পাকস্থলি দুইবার পরিষ্কার করা হয়। এতে শঙ্কামুক্ত হয় প্রাপ্তি।

নারায়ণগঞ্জের সাত খুন মামলার সরকারি আইনজীবী ছিলেন ওয়াজেদ আলী খোকন।




রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৭/নূর/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়