ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বেশিরভাগ রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেশিরভাগ রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নারীদের বেশিরভাগ ধর্ষণের শিকার হয়েছেন। অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা এসবের বর্ণনা করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ইম্পালস হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আমি অনেক নারীর সঙ্গে কথা বলেছি। তারা নানা নির্যাতনের সঙ্গে ধর্ষণের কথা অকপটে বলছেন। এদের সংখ্যাই বেশি। যা আন্তর্জাতিকভাবে তুলে ধরা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের অনেকেই প্রতিবেশী দেশ ভারতে গিয়ে অবস্থান নেয়। এই মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার একর জমিতে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করেছেন। তাদের ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। আর রোহিঙ্গারা কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে সেজন্য পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তারা নজরদারিতে রয়েছে। রোহিঙ্গারা মিয়ানমারের টেলিফোন সিম দিয়ে সীমান্ত এলাকায় তাদের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়