ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঢাকা বারের শতাধিক আইনজীবী এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহারে হত্যা ও তাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। তাদেরকে যথাযথ সম্মানের সঙ্গে আশ্রয় দিতে হবে। সমিতির পক্ষ থেকে রোহিঙ্গাদের ত্রাণ দেওয়া হবে।’

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান (বাচ্চু), ট্রেজারার মো. হাসিবুর রহমান দিদার, প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ হাসান, ওমর ফারুক ফারুকী, মুসলে উদ্দিন জসীম।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়