ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ১৬ সেপ্টেম্বর যাবে ১৪ দল

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা শিবির পরিদর্শনে ১৬ সেপ্টেম্বর যাবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণে আগামী ১৬ সেপ্টেম্বর যাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন রাশেদ খান মেনন, মাঈনুদ্দিন খান বাদল, শিরিন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বাশার মাইজভান্ডারী, ডা. শাহাদাত হোসেন ও মো. ইসমাইল হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/নৃপেন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়