ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হতাশায় বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টরা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতাশায় বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টরা

নিজস্ব প্রতিবেদক : বিগত নয় বছর ধরে নিয়োগ বন্ধ থাকায় হতাশায় রয়েছেন বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টরা। তাই নিয়োগ বিধি জরুরিভিত্তিতে প্রণয়ন করে অবিলম্বে বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে স্বাধীনতা বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত নয় বছর ধরে ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ বন্ধ থাকায় আমরা হতাশ হয়ে পড়েছি। আমাদের নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর  হস্তক্ষেপ কামনা করছি। সেইসঙ্গে ডিপ্লোমা ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি উচ্চশিক্ষা ও ১০ গ্রেড বাস্তবায়ন করতে হবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক আফরোজ আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রাশেদুল ইসলাম, সদস্য অনন্ত কিশোর, নুর নবী, হেদায়েতুল ইসলাম শিবলি প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়