ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি

নিজস্ব প্রতিবেদক : খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে হাওরের পাশে বাংলাদেশ নামে একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন- খাদ্য দ্রব্যের দাম সহ্যসীমা অতিক্রম করেছে। সব কিছুর দর ঊর্ধ্বমুখী, এতে মানুষের জীবন ধারণ কষ্টের সম্মুখীন। তারা অচিরেই খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।

একই সঙ্গে তারা ভাসান পানিতে মাছ ধরার অবাধ অধিকার বাস্তবায়ন, জলমহালের ইজারা প্রথা বাতিল, সুদমুক্ত পর্যাপ্ত কৃষি ঋণ প্রদানেরও দাবি জানান।

সংগঠনের সদস্য সচিব হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রকৌশলী ম. ইনামুল হক, ডা. শাকিল আকতার, ড. হালিম দাদ খান, শেখ রোকন, মিহির দাস, সাজ্জাদ জহির চন্দন, ফিরোজ আহমেদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়