ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সরদার মোশারফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরদার মোশারফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রাক্তন গণপরিষদ সদস্য অ্যাডভোকেট সরদার মোশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম স্বাক্ষরিত শোক বিবৃতিতে এ কথা জানানো হয়।

রোববার ভোর ৪টা ২০ মিনিটে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সরদার মোশারফ। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সরদার মোশারফের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ হাসিনা শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সরদার মোশারফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এ ছাড়া এই প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকন্তপ্ত পরিবাবের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও হুইপ ইকবালুর রহিম।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়