ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ দুই বছর বেড়েছে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ দুই বছর বেড়েছে

সচিবালয় প্রতিবেদক : জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনায়েত হোসেনের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর শুরু হতে যাওয়া তার অবসর-উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জর্ডান বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মো. এনায়েত হোসেনকে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে ১ অক্টোবর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে জর্ডানে রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিক্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে দুজন উপ-সচিবের দপ্তর বদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক মজিবুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়