ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সব রুটে নৌযান চলাচল শুরু

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব রুটে নৌযান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশের সব রুটে নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আবহাওয়ার উন্নতি হওয়ায় রোববার সকালে সব নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত তুলে দিয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিআইডাব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভ্যন্তরীণ নৌ সতর্কতা সংকেত উঠে যাওয়ায় দেশের সব রুটে নৌ চলাচল আবারো শুরু হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে গতকাল শনিবার দেশের সব নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেয় আবহাওয়া অফিস। এরপর থেকে সব রুটে নৌ চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/হাসান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়