ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই লাখ রোহিঙ্গাকে সাহায্য করবে তুরস্ক

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই লাখ রোহিঙ্গাকে সাহায্য করবে তুরস্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুই লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য খাদ্য, আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও টিউবওয়েলসহ নানা প্রয়োজনীয় সহযোগিতা করবে তুরস্ক। রোহিঙ্গাদের রান্নাবান্নার জন্য জ্বালানির ব্যবস্থাও করবে দেশটি।

রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেবরিম ওজতুর্ক এ আশ্বাস দেন।

এ সময় ত্রাণ সচিব মো. শাহ কামাল ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে উভয়ে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলাপকালে মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে তুরস্ক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় ত্রাণমন্ত্রী রোহিঙ্গাদের জন্য তুরস্কের কাছে ২০ হাজার টিউবওয়েল ও ২০ হাজার ল্যাট্রিন নির্মাণ করে দেওয়ার প্রস্তাব করলে তারা এতে রাজি হন। এ সময় রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন যে তুরস্ক রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শিঘ্রই দুটি বড় ধরনের চিকিৎসাকেন্দ্র ও ১০টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে।

এর আগে তুরস্ক রোহিঙ্গাদের জন্য ২০ হাজার শেড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। পরে মন্ত্রী আরো ৩০ হাজার শেড নির্মাণের সহেযোগিতা কামনা করে তুরস্ক সরকারের কাছে। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য, স্যানিটেশন ও সুপেয় পানি ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ উত্তরণে সরকার দেশি-বিদেশি সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ৫০ হাজার টিউবওয়েল ও ল্যাট্রিন প্রয়োজন। সরকার ইতিমধ্যে ৭ হাজারের অধিক ল্যাট্রিন নির্মাণ করেছে। ইউনিসেফ ১০ হাজার ল্যাট্রিন নির্মাণ করবে বলেও মন্ত্রী তুরস্ক রাষ্ট্রদূতকে অবহিত করেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়