ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

অনেক সাবধানী হয়ে গেছি : আতিউর রহমান

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনেক সাবধানী হয়ে গেছি : আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর আতিউর রহমান বলেছেন, আমি বাংলাদেশ ব্যাংকে সাত বছর থাকার পর অনেক সাবধানী হয়ে গেছি।

রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী ২০১৭ উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আতিউর রহমান আরো বলেন, আমি তখন (বাংলাদেশ ব্যাংক গভর্নর থাকাকালীন) লিখিত বক্তব্য ছাড়া কিছুই বলতাম না। কারণ, কিছু বললেই তুলকালাম ঘটে যায় কি না, সে আশঙ্কা থাকত সব সময়। তারপরও অনেক কিছু ঘটে গিয়েছিল। তাই এ ধরনের প্রোগ্রামেও যেতাম না।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়