ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বারী সিদ্দিকীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বারী সিদ্দিকীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সঙ্গীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার এক শোকবাণীতে মন্ত্রী বলেন, বারী সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। অসংখ্য জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। লোকসংগীতের  এই মহান সাধক বাঙালির মনে চিরদিন বেঁচে থাকবেন।

মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আর অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়