ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে জাতীর মেধাবী সন্তানদের হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতাকামী বাঙালি জাতি যেন মেধায়-মননে মাথা তুলে যেন দাঁড়াতে না পারে, সেজন্য তারা বুদ্ধিজীবীদের হত্যায় মেতে উঠে।

আজ সেই দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ তাদের স্মরণ করছে। তারা ফুল দিয়ে স্মরণ করছেন জাতীর শ্রেষ্ঠ সন্তানদের।

বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি শহীদ বেদীর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য মূল বেদি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টি, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, শ্রমিক সংগঠন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের জ্যেষ্ঠ নেতারা শ্রদ্ধা জানান।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সকাল সাড়ে ৭টা থেকে মিরপুর এলাকায় জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। সকাল ৮টার দিকে মূল বেদি থেকে মানুষের লাইন মিরপুর মাজার রোডের প্রধান সড়ক ও আশপাশের সড়কে গিয়ে পৌঁছায়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়