ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আইটি উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় ২ দিনব্যাপী সম্মেলন

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইটি উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় ২ দিনব্যাপী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : আইটি উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী সম্মেলন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আগামী ৭-৮ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অভিজ্ঞ আইটি পেশাজীবীরা তাদের সফলতার নানা দিক তুলে ধরবেন। এ ছাড়া প্রতিদিন থাকবে দুটি সেশন। যেখানে মোট ১২ জন স্পিকার অভিজ্ঞতা বিনিময় করবেন এবং থাকবে চারটি প্যানেল ডিসকাশন। থাকবে আইডিয়া শেয়ারিং সেশন।

এই সম্মেলনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, মিটআপ, ওয়ার্কসপ, কনফারেন্স প্রফেশনাল ও বিজনেস ডেভলপমেন্টের জন্য সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ।

অনলাইনে যারা ব্যবসা করেন ও ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের নতুন জ্ঞান অর্জন করতে, এগিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে ও নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতে সম্মেলনটি অনেক সাহায্য করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সম্মেলনে অংশগ্রহণ করতে আগে থেকেই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের ঠিকানা থেকে বিস্তারিত জানা যাবে।




রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/ইভা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়