ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার দেশে প্রথমবারের মতো পালন করা হবে সুপ্রিম কোর্ট দিবস।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস ক্লাবে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আইনমন্ত্রী আনিসুল হকও উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট দিবস উৎযাপনসংক্রান্ত কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বক্তব্য রাখবেন।

এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে আগামীকাল সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও কোর্টের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়