ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন বইয়ে শিক্ষার্থীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস

সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন বইয়ে শিক্ষার্থীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর সারা দেশে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১২টি বই বিতরণ করা হচ্ছে।

হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক। বছরের প্রথম দিনেই বই-উৎসব বাড়িয়ে দিয়েছে তাদের আনন্দের মাত্রা। তাদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না।

সোমবার সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠপুস্তক উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সারা দেশে শুরু হয় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ।

রাজধানীতে এবারের উৎসব আয়োজনে নতুন বই ও রঙিন সাজে সজ্জিত হয়ে যোগ দেয় বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী। উৎসবে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাইজিংবিডির রাজশাহী প্রতিবেদক তানজিমুল হক জানান, সোমবার এ অঞ্চলের বিদ্যালয়গুলোতে একযোগে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। ২০১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিভাগের আট জেলায় ২২ লাখ ৩৬ হাজার ৯৮৭ জন শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হচ্ছে নতুন বই।

সোমবার সকালে রাজশাহীর পিটিআই প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের উৎসব উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। পরে রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক স্তরের বই উৎসব উদ্বোধন করা হয়।

রাইজিংবিডির বরিশাল প্রতিবেদক জে খান স্বপন বলেছেন, জেলায় মোট ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ১৯২ কপি বই বিতরণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বরিশাল আঞ্চলিক কার্যালয় ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

রাইজিংবিডির ময়মনসিংহ প্রতিবেদক শেখ মহিউদ্দিন আহাম্মদ জানান, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন সোমবার ময়মনসিংহ জিলা স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তবক বিতরণ উৎসবের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ বছর ময়মনসিংহ বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮ হাজার ৮৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ লাখ ৭১ হাজার ৪৯১ জন শিক্ষার্থীদের মাঝে মোট ২ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ১১৬ বই বিতরণ করা হচ্ছে।

 



রাইজিংবিডির খুলনা প্রতিবেদক মুহাম্মদ নূরুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টায় খুলনা জিলা স্কুল মাঠে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বই উৎসবের উদ্বোধন করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ আর উৎসবে মেতে ওঠে।

এ বছর খুলনা বিভাগের ৬১টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ১৮ লাখ শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৫০ লাখ বই বিতরণ করা হচ্ছে। খুলনা বিভাগে গত বছরের তুলনায় এ বছর ১ লাখ শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।

রাইজিংবিডির গোপালগঞ্জ জেলার প্রতিনিধি বাদল সাহা জানান, দুপুর ১২টায় জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

পরে শিশুদের হাতে বিনামূল্যের সরকারি নতুন বই তুলে দেওয়া হয়। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ১২শ’ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হচ্ছে।

রাইজিংবিডির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল জানান, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, এ বছর জেলায় সরকারি প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩২ লাখ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

রাইজিংবিডির ফরিদপুর প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো জানান, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসবে জেলার ৫ লাখ ৫০ হাজার ৭৯১ জন শিক্ষার্থীর মধ্যে বছরের প্রথম দিনেই ৪২ লাখ ৮৪ হাজার ৫৮০টি নতুন বই বিতরণ করা হয়েছে।

এ বছর ফরিদপুরের নয় উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৮৮৯টি বিদ্যালয়ের ৩ লাখ ৪০ হাজার ৭৯১ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৮৯ হাজার ৬৪৯ কপি এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৩৩১টি প্রতিষ্ঠানে ২ লাখ ১০ হাজার শিক্ষার্থীকে মোট ২৮ লাখ ৯৪ হাজার ৯৩১ কপি বই দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়