ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সমালোচনার অধিকার আছে, সহিংসতা অগ্রহণযোগ্য’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সমালোচনার অধিকার আছে, সহিংসতা অগ্রহণযোগ্য’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার জনগণের আছে কিন্তু সহিংসতা অগ্রহণযোগ্য ।

সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার চারদিন পর রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

রুহানি বলেছেন, ‘এটা প্রত্যেকের কাছে পরিষ্কার হওয়া উচিৎ যে আমরা স্বাধীন ব্যক্তি। সংবিধান ও নাগরিকদের অধিকার অনুযায়ী জনগণের সমালোচনা ও প্রতিবাদের অধিকার আছে।’

তিনি বলেন, ‘তবে আমাদের সমালোচনা করার ও বিক্ষোভের ধরনের দিকে দৃষ্টি দিতে হবে। এটা এমনভাবে করত হবে যেটা জনগণ ও রাষ্ট্রকে উন্নয়ণের দিকে নিয়ে যায়।’

তেহরানে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘জনগণের বিক্ষোভের অধিকার রয়েছে, তবে ওই বিক্ষোভ যেন জনগণকে তাদের জীবন ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগের মধ্যে না ফেলে।’

এদিকে রোববারও দেশটির বেশ কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে। পার্লামেন্ট সদস্য হেদায়াতুল্লাহ খাদেমির বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম ইলনা জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমের শহর ইজেহতে রোববার সরকারবিরোধী বিক্ষোভে দুজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সহিংসতায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো।



রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়