ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গোপীবাগে ছয়জনকে হত্যা : তদন্ত প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপীবাগে ছয়জনকে হত্যা : তদন্ত প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে কথিত পীর লুৎফর রহমানসহ ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ ঠিক করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর গোপীবাগের আরকে মিশন রোডের ৬৪/৬ নম্বর বাসায় কথিত পীর ও ইমাম মাহদীর সেনাপতি দাবিদার লুৎফর রহমান (৬০), তার ছেলে মনির হোসেন (৩০), অনুসারী সাইদুর রহমান (৩০), মজিবর রহমান (৩২), রাসেল (৩০) ও বাসার তত্ত্বাবধায়ক মঞ্জুর আলম ওরফে মঞ্জুকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যাকাণ্ডের পরের দিন লুৎফর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুকী অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ওয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়