ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুড়িগ্রামে তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামে তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রাম জেলায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থার মধ্যে দিন বেশির ভাগ সময় কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে না।

বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকায় ঠান্ডার প্রকোপ বেশি। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত  পরিবারগুলো অর্থের অভাবে শীতের বস্ত্র কিনতে না পারায় কষ্টে দিন যাপন করছে।

শ্রমজীবী মানুষেরা কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, ডায়ারিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।

খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষেরা। জেলা প্রশাসন থেকে বরাদ্দকৃত ৫৭ হাজার কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।



রাইজিংবিডি/কুড়িগ্রাম/১১ জানুয়ারি ২০১৮/সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়