ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

অবৈধ অভিবাসনে জড়িতদের কঠোর শাস্তির সুপারিশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ অভিবাসনে জড়িতদের কঠোর শাস্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বহির্বিশ্বে কর্মী প্রেরণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী ১০৬টি রিক্রুটিং এজেন্সির বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় অভিবাসী আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিপূরণ আদায়সহ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম ও মাহমুদ উস সামাদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, চাহিদা অনুসারে জর্ডান, জাপান ও সৌদি আরবে প্রায় বিনা খরচে দক্ষ, স্বল্প দক্ষ কর্মী প্রেরণ করা হচ্ছে। কর্মীদের দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়