ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ত্রধারীকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রধারীকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে অস্ত্রধারীকে আইনের আওতায় আনা হবে। সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

নিরাময় কেন্দ্র ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেদিনের ঘটনা পুলিশের সামনেই হয়েছে। আর প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের বিষয়টি ইতিমধ্যে পুলিশকে বলা হয়েছে তাকে খুঁজে বের করতে। একই সঙ্গে এটি দুঃখজনক ঘটনাও। যিনি নিজের হাতে আইন তুলে নিয়েছেন তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হবে। তদন্তও শুরু হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যেই আইন ভঙ্গ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের কর্মকাণ্ড প্রধানমন্ত্রী পছন্দ করেন না। এগুলো বন্ধ না হলে পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করা নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থক ও সাংসদ শামীম ওসমানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় নিয়াজুল ইসলাম নামে একজন প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়