ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন বলে বোলারদের সাফল্যে খুশি মাহমুদ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন বলে বোলারদের সাফল্যে খুশি মাহমুদ

ত্রিদেশীয় সিরিজে প্রতিটা ম্যাচেই বোলিংয়ে শুরুটা দারুণ হচ্ছে বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : চলমান ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত প্রতিটা ম্যাচেই বোলিংয়ের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের প্রতিটাতেই প্রথম পাঁচ ওভারের মধ্যে সাফল্য ধরে দিয়েছে। প্রথম দশ ওভারের মধ্যে এসেছে একাধিক সাফল্য। নতুন বলে বোলারদের সাফল্যে দারুণ খুশি দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান ইনিংসের প্রথম তিন বলেই নেন ২ উইকেট। ১০ ওভারের মধ্যে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সাফল্য আসে তৃতীয় ওভারে, নাসির হোসেনের হাত ধরে। ১০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

সর্বশেষ মঙ্গলবার তৃতীয় ম্যাচে প্রথম ১০ ওভারের মধ্যে জিম্বাবুয়ের প্রায় অর্ধেক ব্যাটসম্যানকেই সাজঘরের পথ দেখান বাংলাদেশের বোলাররা। সাকিব সপ্তম ওভারে পরপর দুই বলে নেন ২ উইকেট। তার আগে চতুর্থ ও দশম ওভারে দুটি উইকেট নেন মাশরাফি।

তাতে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৬ রান করেও ৯১ রানে জিতেছে বাংলাদেশ। মাঝারি লক্ষ্য দিয়েও জিম্বাবুয়েকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে এমন জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন খালেদ মাহমুদ। পাশাপাশি নতুন বলে বোলারদের সাফল্যে সন্তুষ্টির কথাও জানালেন তিনি।

বুধবার টিম হোটেলে সাংবাদিকদের খালেদ মাহমুদ বলেন,  ‘আমি মনে করি এটা দারুণ। আগে কথা হতো বাংলাদেশ অল্প রান ডিফেন্ড করতে পারে না। কালকে ২১৬ দারুণভাবে ডিফেন্ড করে আমরা জিতলাম। যখন দেখি ভালো লাগে। অনেকদিন নতুন বলে উইকেট পাচ্ছিলাম না আমরা। নতুন বলে শুরুটা এই টুনামেন্টে খুব ভালো হচ্ছে।’

‘টিম যখন ভালো যায় সবকিছুই ভালো লাগে। ফিল্ডিংয়ে তো আমরা সব সময়ই ভালো দল। তরুণ অনেক ভালো ফিল্ডার আছে। দল হিসেবে সবার অংশগ্রহণ অনেক বেশি। আপনি যদি দেখেন, সাকিবের দুটি রান আউট, সবাই কিন্তু মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করছে। একটা গ্রুপ বা ইউনিট হিসেবে আমরা মনে হয় এখন পর্যন্ত সেরাটাই করছি’- যোগ করেন খালেদ মাহমুদ।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়