ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুক্তির মিছিল থেকে সরে গেল ‘স্বপ্নজাল’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ২৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তির মিছিল থেকে সরে গেল ‘স্বপ্নজাল’

বিনোদন প্রতিবেদক: ‘মনপুরা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘদিন পর নির্মাণ করলেন ‘স্বপ্নজাল’। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। সিনেমাটি ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি দেয়ার কথা থাকলেও মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে এর প্রযোজনা সংস্থা।

কারণ হিসেবে জানা গেছে ‘স্বপ্নজাল’ যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি দেখার পর সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। যৌথ প্রযোজনার নীতিমালাতেও এসেছে কিছু পরিবর্তন। ইতিমধ্যে নতুন প্রিভিউ কমিটি গঠন করা হয়েছে। যদিও তারা এখনও কিছু জানাননি। ফলে সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করতে হয়েছে। তবে কবে নাগাদ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনও ঠিক হয়নি।

পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’র শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ হয়। চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ করেন পরিচালক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ