ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এমপি বাবলার সফল অপারেশন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৩১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপি বাবলার সফল অপারেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক : আমেরিকায় চিকিৎসাধীন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার হার্টের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় নিউইয়র্কের একটি হাসপাতালে তার হার্টের অস্ত্রোপচার করা হয়। সফল অপারেশন শেষে তাকে এখন সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন এমপি’র ব্যক্তিগত সহকারি সুজন দে।

এদিকে জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলার সুস্থ্যতা কামনা করে দলের কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর দক্ষিণ জাতীয় পার্টি।

দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সভাপতিত্বে বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

দোয়া মাহফিলে অংশ নেন- জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, ইসহাক ভূইয়া, নগর নেতা আজগর আলী, মাহবুবুর রহমান খসরু প্রমুখ।



এর আগে বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী থানার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ।

অন্যদের মধ্যে দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মাসুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম তাজু, যুবলীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল মারুফ, কাউন্সিলর নাজমা বেগম, হেলেনা আক্তার হেলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ আলমগীর প্রমুখ।

এছাড়া বুধবার সকালে এমপি বাবলার সুস্থ্যতা কামনা করে শ্যামপুর রামকৃষ্ণ গিরিদারি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কদমতলী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিত দাস, শ্যামপুর থানার সভাপতি সুনীল দাস, শ্যামপুর থানা পুজা উদযাপন কমিটির সভাপতি গোপাল দাস, কদমতলী থানার সাধারণ সম্পাদক ডিকে সমীর, জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে ও শেখ মাসুক রহমানসহ নির্বাচনী এলাকার বিভিন্ন মন্দিরের কমিটির নেতৃবৃন্দ।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়