ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ে ৬৩ ভাগেরও বেশি নারী শিক্ষক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিক বিদ্যালয়ে ৬৩ ভাগেরও বেশি নারী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয় বার্ষিক জরিপ ২০১৭ অনুযায়ী, দেশে বর্তমানে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছেযার মোট সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯০৭।

সোমবার জাতীয় সংসদে খুলনা-৬ আসনের সংসদ সদস্য নূরুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

গণশিক্ষামন্ত্রী আরো জানান, প্রাথমিক বিদ্যালয়ে ৫ লাখ ৫৭ হাজার শিক্ষক আছেন। তাদের মধ্যে ৩ লাখ ৫১ হাজার ৮৬৩ জন নারী। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে ৬৩.১৭ শতাংশই নারী শিক্ষক। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে একজন করে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ চলছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়