ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা’

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘উচ্চ শিক্ষার প্রসারে দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে একটি করে সাধারণ অথবা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।’

স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সোমবার নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান সরকারের বিগত মেয়াদের ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশে আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং বেসরকারি পর্যায়ে ৪২টি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে আরো দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সম্প্রতি জাতীয় সংসদে আইন পাস হয়েছে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশে বর্তমানে ১৩৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সাতটি সরকারি এবং ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত। ঢাকাস্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি নামে একটি মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে। উল্লেখিত মহিলা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়সমূহের আওতায় সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে এ সকল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অধ্যয়ন ও গবেষণার সুযোগ উন্মুক্ত রয়েছে।’

সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর (গাজীপুর-৩) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষাস্তরের এইচএসসি ও বিকম কলেজ এবং মাধ্যমিক পর্যায়ের এসএসসি ভোকেশনাল বিদ্যালয়কে জাতীয়করণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের আলোকে পরবর্তীকালে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়