ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

খালেদা জিয়াকে অন্য কারাগারে স্থানান্তরের পরিকল্পনা নেই

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়াকে অন্য কারাগারে স্থানান্তরের পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দীন রোডের কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপু‌রে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, ‘খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে সেটি ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার। সেখানে কোনো অস্বাস্থ্যকর পরিবেশ নেই। কারাগারের ভেতর নতুন ভবনের ডে কেয়ার সেন্টারে খালেদা জিয়াকে রাখা হয়েছে। সেখানের পরিবেশ অনিরাপদ, অস্বাস্থ্যকর কিংবা ঝু‌কিপূর্ণ নয়। জেল কোড অনুযা‌য়ী খালেদা জিয়াকে কারাগারে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’

আসাদুজ্জামান খান ব‌লেন, ‘মিয়ানমা‌রের স‌ঙ্গে রো‌হিঙ্গাদের ফি‌রি‌য়ে দেওয়ার ব্যাপা‌রে কথা হয়ে‌ছে। মিয়ানমা‌রের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ‌ থে‌কে আমা‌দের দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছিল। আমরা মিয়ানমা‌রে গি‌য়ে‌ছিলাম। “টেন প‌য়েন্ট ডিক‌লা‌রেশন” হ‌য়ে‌ছে। আমরা দেশে এসে মিয়ানমা‌রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাওয়াত পাঠাই। তা‌দের ১২ সদ‌স্যের এক‌টি দল ঢাকায় এসেছে। তা‌দের স‌ঙ্গে সকল বিষ‌য়ে আলোচনা হ‌বে। যে প্রস্তাবগু‌লো আগে রাখা হ‌য়ে‌ছিল, সেগু‌লো আরো ডে‌ভলেপ করা হ‌বে।’

তি‌নি ব‌লেন, ‘রো‌হিঙ্গা‌দের ফেরত দেওয়ার ব্যাপা‌রে আলোচনা হ‌বে। ত‌বে এখন বাংলা‌দে‌শে রো‌হিঙ্গা‌দের প্র‌বেশ অনেকাংশে ক‌মে‌ছে। ধী‌রে ধী‌রে ক‌মে শূন্যের ঘ‌রে এসে পড়‌বে। মিয়ানমা‌রের ওপর এখনো আন্তর্জা‌তিক চাপ র‌য়ে‌ছে। তাই তো তারা আলোচনা কর‌তে আমা‌দের স‌ঙ্গে ব‌সে‌ছে। রো‌হিঙ্গা‌দের ফি‌রি‌য়ে না নি‌লে আন্তর্জা‌তিক চাপ আরো বৃ‌দ্ধি পা‌বে। আশা কর‌ছি মিয়ানমা‌র দ্রুতই রো‌হিঙ্গা‌দের ফি‌রি‌য়ে নে‌বে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোস্ট গার্ড অনেক চড়াই-উৎরাই পে‌রি‌য়ে এগিয়ে যা‌চ্ছে। সততা, দা‌য়িত্ব‌বোধ, কর্মদক্ষতা অর্জ‌নের মাধ্য‌মে এগিয়ে যা‌চ্ছে। তা‌দের প্র‌শিক্ষ‌ণের দি‌কে গুরুত্ব দি‌তে হ‌বে। যারা ভালো কর‌ছে তা‌দের দেখে বা‌কিরা অনুপ্রা‌ণিত হ‌বে। এত কম জনবল নি‌য়ে‌ কোস্ট গার্ড মানু‌ষের আস্থা অর্জন কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে। তাই ভ‌বিষ্য‌তে তারা আরো উঁচু স্থা‌নে নি‌জে‌দের নি‌য়ে যে‌তে পার‌বে।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়