ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ানডেরও ‘এক নম্বর’ ভারত

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ানডেরও ‘এক নম্বর’ ভারত

টেস্ট ও ওয়ানডে- দুটি র‍্যাঙ্কিংয়েই শীর্ষে এখন ভারত

ক্রীড়া ডেস্ক : ‘পাঁ-চ-চি-শ সাল কা হিসাব’, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুর অনেক আগে থেকেই ভারতীয় টিভি চ্যানেলগুলোতে ঘুরছিল বিজ্ঞাপনটা। টেস্টে সেই হিসাব না মিললেও ওয়ানডেতে ঠিকই ইতিহাস গড়ল বিরাট কোহলির দল। কাল পঞ্চম ওয়ানডেটা ৭৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। আর সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছে ভারতীয় দল।

ভারত ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল ১১৯ পয়েন্ট নিয়ে, র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থেকে। তখন শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল তারা। কাল পোর্ট এলিজাবেথে পঞ্চম ওয়ানডে জিতে সিরিজে ৪-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ১২২ পয়েন্ট নিয়ে ভারত আছে এখন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, ১১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা যদি শুক্রবার শেষ ওয়ানডে জেতেও, তারপরও ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে ভারত, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করবে ১১৯ পয়েন্ট নিয়ে। আর যদি ভারত ৫-১ ব্যবধানে সিরিজ শেষ করে, তাহলে তাদের পয়েন্ট হবে ১২৩, দক্ষিণ আফ্রিকার ১১৭।

গত ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ভারত। প্রথম দুই ম্যাচ জিতেই দক্ষিণ আফ্রিকাকে টপকে গিয়েছিল তারা। তবে সিরিজ শেষে শীর্ষস্থান ধরে রাখতে আরো দুই ম্যাচে জয় দরকার ছিল। তৃতীয় ম্যাচ জিতে সেই পথে ভালোভাবেই ছিল ভারত। কিন্তু চতুর্থ ম্যাচ জিতে সিরিজ ড্র করার আশা বাঁচিয়ে রাখে দক্ষিণ আফ্রিকা। সিরিজ ড্র করতে পারলে প্রোটিয়ারা শীর্ষে থাকত।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে আছে আগে থেকেই। এবার ওয়ানডেরও এক নম্বর হয়ে গেল বিরাট কোহলির দল।

ভারতের সিরিজ জয়ে র‍্যাঙ্কিংয়ের লড়াইটা এখন আরো জমে উঠল। ইংল্যান্ড তাদের পরের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে তারা দক্ষিণ আফ্রিকাকে টপকে তিনে উঠে যাবে, দক্ষিণ আফ্রিকা নেমে যাবে তিনে।

শারজাহতে মঙ্গলবার তৃতীয় ওয়ানডে জিতে জিম্বাবুয়েকে টপকে দশ নম্বরে উঠেছে আফগানিস্তান। এই পজিশন ধরে রাখতে হলে পাঁচ ম্যাচের সিরিজটা জিততে হবে আফগানদের। তিন ম্যাচ শেষে সিরিজে তারা ২-১ ব্যবধান এগিয়ে আছে।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং

র‍্যাঙ্ক

দল

পয়েন্ট

ভারত

১২২

দক্ষিণ আফ্রিকা

১১৮

ইংল্যান্ড

১১৬

নিউজিল্যান্ড

১১৫

অস্ট্রেলিয়া

১১২

পাকিস্তান

৯৬

বাংলাদেশ

৯০

শ্রীলঙ্কা

৮৪

উইন্ডিজ

৭৬

১০

আফগানিস্তান

৫৩

১১

জিম্বাবুয়ে

৫২

১২

আয়ারল্যান্ড

৪৪




রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়