ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভাষা শহীদদের প্রতি মোকতাদির চৌধুরীর শ্রদ্ধা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাষা শহীদদের প্রতি মোকতাদির চৌধুরীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার তিনি শ্রদ্ধা জানান।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিবরণীতে এ কথা জানানো হয়।

তিনি শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করেন।

এক বার্তায় তিনি বলেন, ‘ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার জন্য তরুণ ছাত্র-জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছেন- যা ইতিহাসে বিরল। পৃথিবীর অন্য কোন জাতিকে এভাবে ভাষার জন্য জীবন দিতে হয়নি। আমাদের বাংলা বর্ণমালা শহীদদের রক্তে রাঙানো। ঐতিহাসিক এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বে পালিত হচ্ছে- এটা বাঙালি হিসেবে আমাদের জন্য অহংকারের এবং গর্বের।‘



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়