ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সংঘা‌তের উস্কা‌নি দি‌চ্ছে সরকার : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংঘা‌তের উস্কা‌নি দি‌চ্ছে সরকার : ফখরুল

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : ‌সরকার বিএন‌পির শা‌ন্তিপূর্ণ কর্মসূ‌চি‌তে বাধা দি‌য়ে প‌রি‌স্থি‌তি সংঘাতপূর্ণ কর‌তে উস্কা‌নি দি‌চ্ছে ব‌লে অভি‌যোগ ক‌রে‌ছেন দলের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ‌নিবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এ কথা ব‌লেন তি‌নি।

বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, সরকা‌র উস্কা‌নি ‌দি‌য়ে পরি‌স্থি‌তি ঘোলা‌টে ও সংঘাতপূর্ণ কর‌তে চাইছে। কিন্তু বিএন‌পি শান্তিপূর্ণ কর্মসূ‌চি চা‌লি‌য়ে আস‌ছে। সরকার যে ধরণের আচরণ কর‌ছে তা‌তে উদ্ভূত প‌রি‌স্থি‌তির জন্য তারা দায়ী থাক‌বে।

তি‌নি ব‌লেন, শা‌ন্তিপূর্ণ কর্মসূ‌চি‌তে পু‌লিশ বিনা উস্কা‌নি‌তে হামলা চা‌লি‌য়ে অসংখ্য নেতা-কর্মীকে আহত ও আটক ক‌রে‌ছে। এ ঘটনায় তীব্র ঘৃণা ও ধিক্কার জানাই। র‌ঙিন পানি দি‌য়ে ভি‌জি‌য়ে দেয় এবং কার্যাল‌য়ের ‌ভেত‌রে টিয়ার‌সেল মে‌রে দম বন্ধ করার ম‌তো প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি ক‌রা হয়।

সরকার শা‌ন্তিপূর্ণ কর্মসূ‌চিতে বাধা না দেওয়ার কথা বল‌লে কা‌লো পতাকা প্রদর্শ‌নের ম‌তো কর্মসূ‌চি‌কে ‌কেন্দ্র করে তারা প্রমাণ ক‌রে‌ছে তা মুনা‌ফেকী গণতন্ত্র।

কর্মসূ‌চির অনুম‌তি না থাকায় তা পালন কর‌তে দেওয়া হয়নি ব‌লে পু‌লি‌শের বক্ত‌ব্যের বিষ‌য়ে দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে মির্জা ফখরুল ব‌লেন, সব কর্মসূ‌চির কার‌ণে অনুম‌তি নি‌তে হ‌বে কেন? ফুটপা‌তে দাঁ‌ড়ি‌য়ে কালো পতাকা প্রদর্শন কর‌তে পার‌ব না কেন? এটা তো আমার মৌ‌লিক অধিকার। তাহ‌লে কি ঘ‌রের ম‌ধ্যে কথা বল‌তেও পু‌লি‌শের অনুম‌তি লাগ‌বে?

পুরুষ পু‌লিশ দ‌লের নারী নেতা-কর্মী‌দের কার্যাল‌য়ের ভেত‌রে ঢু‌কে টে‌নে নি‌য়ে গে‌ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ স‌ম্মেল‌নে বিএন‌পি নেতা‌দের ম‌ধ্যে মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে সংবাদ স‌ম্মেলন শেষ করে কার্যালয় থে‌কে বের হওয়ার প‌থে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়।



রাইজিংবি‌ডি/ঢাকা/২৪ ফেব্রুয়া‌রি ২০১৮/‌রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়