ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী ছিলেন বিধ্বস্ত বিমানে

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী ছিলেন বিধ্বস্ত বিমানে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৩ শিক্ষার্থী।

১৩ শিক্ষার্থীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করছেন কলেজ কর্তৃপক্ষ। তারা সবাই নেপালি বংশোদ্ভূত। কলেজের ছুটিতে নিজ দেশে বেড়াতে যাচ্ছিলেন তারা।

শিক্ষার্থীরা হচ্ছেন-১৯তম ব্যাচের সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।



জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন বলেন, বিধ্বস্ত হওয়া বিমানে আমাদের ১৩জন শিক্ষার্থী ছিলেন। তাদের সবাই সম্ভবত নিহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে তারা জেনেছেন।

তিনি বলেন, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। সাধারণ রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত কোন অ্যাসাইনমেন্ট থাকে না। তাই ওই সময়ে সবাই নিজেদের বাড়িতে চলে যায়। নেপালের শিক্ষার্থীরাও গতকাল রোববার ঢাকার উদ্দেশ্যে তাদের দেশে যাচ্ছিলো।

তিনি আরো জানান, আমরা নেপালি অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। একই সাথে তাদের অ্যাম্বাসির সাথেও যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছেন তারা। এদিকে ওই মেডিক্যালে ২৫০জন নেপালি নাগরিক পড়ছেন।



রাইজিংবিডি/সিলেট/১২ মার্চ ২০১৮/নোমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়