ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নজরুল-আলিফুজ্জামান-পিয়াসের মরদেহ স্বজনদের কাছে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল-আলিফুজ্জামান-পিয়াসের মরদেহ স্বজনদের কাছে

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, পিয়াস রায় ও মোহাম্মদ আলিফুজ্জামানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে তাদের মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিকেল ৪টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৭২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর অপেক্ষায় থাকা স্বজনদের ভেতরে নেওয়া হয়। কিছুক্ষণ পরই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলে প্রথমে নজরুল ইসলাম, মোহাম্মদ আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেন বিমানমন্ত্রী। তাদের লাশ স্ব-স্ব গ্রামে নেওয়ার কথা জানান স্বজনেরা।

এ সময় বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একে এম শাহজাহান কামাল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি বড় ধরনের দুর্ঘটনা। প্রধানমন্ত্রী এ কারণে ঘটনার সঙ্গে আহত ও নিহতদের বিষয়ে করণীয় নির্দেশনা দেন। আল্লাহ যেন তাদের আত্মার শান্তি কামনা করেন।’

উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইট দুর্ঘটনায় পতিত হলে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি ও ১ চীনা নাগরিক নিহত হন। গত সোমবার বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে নিহত ২৩ জনের মরদেহ দেশে আনা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়