ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নগর উন্নয়নে প্রতিটি শহরের মাস্টার প্ল্যান থাকা জরুরি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নগর উন্নয়নে প্রতিটি শহরের মাস্টার প্ল্যান থাকা জরুরি

নিজস্ব প্রতিবেদক : নগর উন্নয়নে প্রতিটি শহরের মাস্টার প্ল্যান থাকা জরুরি।

শনিবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর উদ্যোগে সংগঠনটির কনফারেন্স হলে ‘পৌর এলাকায় নগর উন্নয়ন পরিকল্পনার সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক পরিকল্পনা সংলাপে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, পরিকল্পিত নগরী গড়তে পরিকল্পনাবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি নগর উন্নয়নে প্রতিটি শহরের অবশ্যই মাস্টার প্ল্যান থাকা জরুরি। এ ছাড়া ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলেও পরিকল্পনা ও পরিকল্পনাবিদ উভয়ই থাকা আবশ্যক। নইলে এসডিজি বাস্তবায়ন বিঘ্নিত হতে পারে।’

বক্তারা পৌর এলাকায় নগর উন্নয়ন পরিকল্পনার বর্তমান অবস্থা, নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিদ্যমান সংকটসমূহ তুলে ধরেন। এ ছাড়া পৌরসভায় কর্মরত নগর পরিকল্পনাবিদদের পেশাগত চ্যালেঞ্জসমূহ ও পৌর এলাকায় স্থায়িত্বশীল নগর উন্নয়ন নিশ্চিতকরণে নগর উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত প্রস্তাবনা বিষয়ে বিস্তর আলোচনা ও করণীয় সংলাপে তুলে ধরা হয়।

পরিকল্পনা সংলাপের সঞ্চালনা করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান।

বিআইপি সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিআইপির সাবেক সভাপতি ড. গোলাম রহমান, হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গোলাম মর্তুজা, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন, সৈয়দ শাহরিয়ার আমিন, মাজহারুল ইসলাম, সৈয়দা মনিরা আক্তার খাতুন, মিউনিসিপাল প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আল মেহেদী হাসান প্রমুখ পরিকল্পনা সংলাপে বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়