ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড ও দুটি গুলির খোসা।

মঙ্গলবার ভোরে পেকুয়া উপজেলার টৈটংয়ে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।

নিহত আব্দুল হাকিম মিন্টু (৩০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল টেকপাড়ার মোস্তফা আলীর ছেলে।

মেজর রুহুল বলেন, ‘সোমবার ভোরে শিশু ধর্ষণ মামলার এক আসামি বাঁশখালী উপজেলার সীমানাসংলগ্ন পেকুয়া উপজেলার টৈটং এলাকায় অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আব্দুল হাকিম মিন্টুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গুলি ও অস্ত্র।’

র‌্যাব অধিনায়ক বলেন, ‘গত ১৮ এপ্রিল দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল টেকপাড়ার ১০ বছর বয়সি এক কন্যাশিশু ধানক্ষেতে ঘাস সংগ্রহ করতে যায়। এ সময় একই এলাকার আব্দুল হাকিম মিন্টু একা পেয়ে শিশুকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুকে অজ্ঞান অবস্থায় ফেলে ধর্ষক মিন্টু পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

এ ঘটনায় ধর্ষিত শিশুটির বাবা বাদী হয়ে আব্দুল হাকিম মিন্টুকে একমাত্র আসামি করে গত ২১ এপ্রিল বাঁশখালী থানায় মামলা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মেজর রুহুল।




রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়