ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোজিনাকে ঢামেকে ভর্তি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোজিনাকে ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর বনানীতে বিআরটিসির বাস চাপায় পা হারানো রোজিনাকে (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে ঢামেক বার্ন ইউনিটের হাইডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা ধারণা করছিলেন রোজিনার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার কিডনি জটিলতা বা অন্য কোনো সমস্যার আশঙ্কা করছিলেন। এসব কারণেই তাকে এখানে পাঠিয়েছেন। বৃহস্পতিবার সকালে তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।’

বাবা রসুল মিয়া বলেন, ‘২০ এপ্রিল রাত ৯টায় বনানীতে বিআরটিসির একটি দোতলা বাস রোজিনাকে ধাক্কা দিয়ে তার পায়ের ওপর দিয়ে চলে যায়। তার শরীর ফুলে গেছে। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা ভাল না।’

রোজিনা সাংবাদিক ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়