ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ব্যবসায়ী ট্রাম্পের’ চুক্তি করার যোগ্যতা নেই : ইরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যবসায়ী ট্রাম্পের’ চুক্তি করার যোগ্যতা নেই : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পারমাণবিক চুক্তি হয়েছে সেটি পুনরায় বিবেচনার কোনো যোগ্যতা ‘ব্যবসায়ী ট্রাম্পের’ নেই।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা ‘নতুন ইরান চুক্তি’ নিয়ে কাজ করছেন। তাদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার রুহানি এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘তারা ইউরোপীয় দেশের এক নেতাকে বলেছে আমরা সাত পক্ষীয় চুক্তির ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে চাই।’

রুহানি প্রশ্ন রাখেন, ‘কীসের জন্য? কোন অধিকারে?’

ট্রাম্পকে দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনার কোনো রাজনৈতিক অতীত নেই। আপনার আইনে কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক চুক্তিতে আপনার অভিজ্ঞতা নেই। তাহলে একজন ব্যবসায়ী, ভবনের নির্মাতা, সুউচ্চ ভবনের নির্মাতা কীভাবে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে মূল্যায়ণ করে?’

প্রসঙ্গত, রাজনীতিতে আসার আগে ট্রাম্প ভবন নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে ছয় জাতির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি হয়। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া চুক্তিটি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করার বিষয়ে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, ‘তাদেরকে এমন একটি চুক্তিতে আসতে হবে যার আওতায় ইয়েমেন, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশ থাকবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়