ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পদ্মা সেতুর রেলে ব্যয় বাড়ল ৪২৫৭ কোটি টাকা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা সেতুর রেলে ব্যয় বাড়ল ৪২৫৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশের দক্ষিণাঞ্চলে মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সবশেষ এ সেতুতে রেল সংযোগ নতুন সুখবর দিয়েছে। তবে এই সংযোগে ব্যয় বাড়ছে। পদ্মা সেতুতে রেল সংযোগে মূল অনুমোদিত ব্যয় হতে ৪ হাজার ২৫৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে মোট প্রকল্প ব্যয় দাঁড়াবে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা।

এই অর্থের মধ্যে সরকার থেকে আসবে ১৮ হাজার ২১০ কোটি টাকা ও প্রকল্প সাহায্য থেকে পাওয়া যাবে ২১ হাজার ৩৬ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) একনেক সভায় প্রথম সংশোধিত পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আজকের সভায় মোট ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পদ্মা সেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটির মোট মূল অনুমোদিত ব্যয় ধরা হয় ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, দক্ষিণবঙ্গের ২১ জেলা রাজধানী ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হবে। বর্তমানে খুলনা, যশোর থেকে ট্রেন কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ হয়ে যমুনার বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকায় আসে। পদ্মায় রেল সংযোগ হলে খুলনার সঙ্গে ঢাকার দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমবে। বৃহত্তর ফরিদপুরের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।

একই রুটে ভবিষ্যতে যুক্ত হবে বরিশাল বিভাগ। আঞ্চলিক যোগাযোগ ছাড়াও ‘ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের’ সঙ্গে যুক্ত হবে পদ্মা রেল সংযোগ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে গ্রুপ। প্রতিষ্ঠানটির সঙ্গে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক চুক্তি করে রেল মন্ত্রণালয়।

দুই ধাপে প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।

২০১৫ সালে একনেকে অনুমোদিত ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা। এতে চীনের ঋণ দেওয়ার কথা ছিল ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা।

রেলমন্ত্রী মুজিবুল হক সম্প্রতি জানিয়েছেন, সরকারের ঘোষণা অনুযায়ী উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতুতে রেল চলবে।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়