ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হার্ডহিটারের অভাব পূরণ করবেন আয়েশা!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৩১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হার্ডহিটারের অভাব পূরণ করবেন আয়েশা!

ক্রীড়া প্রতিবেদক : দুই বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন নারী ক্রিকেটার আয়েশা রহমান। এশিয়া কাপকে সামনে রেখে তাকে দলে ডেকেছে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকা সফরে অন্যদের ব্যর্থতার পর সেই আয়েশাকেই ফেরানো হলো এশিয়া কাপের দলে। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে। আয়েশা জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে।

দলে ফিরে রোমাঞ্চিত আয়েশা, ‘আমি অবশ্যই রোমাঞ্চিত। দুই বছর পর আবার আসছি দলে, আমার ইচ্ছা লড়াই করে ফিরে আসা, যেন পেছনে ফিরে আর তাকাতে না হয়। ’

দলের বাইরে থাকার সময়টায় নিজের ব্যাটিং-বোলিং নিয়ে কাজ করেছেন আয়েশা। পরিবর্তন এনেছেন নিজের ব্যাটিং টেকনিকে। তার দাবি, নতুন মোড়কেই আসতে যাচ্ছেন তিনি। তাইতো অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তার, ‘বাদ পড়ার পর একটা হার্ড ফিলিং হয়েছিল। একটা জেদও তৈরি হয়েছিল যে, আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এমনভাবে ঘুরে দাঁড়াতে হবে যেন আর কষ্ট পেতে না হয় ভবিষ্যতে। চেষ্টা করব অনেক বেশি ভালো করার। যেহেতু একবার পেছনে গেছি চাই না পেছনে তাকাতে।’

নারীদের মধ্যে হার্ডহিটার বলতে একমাত্র আয়েশারই হাঁকডাক আছে। জোর দিয়ে মারতে পারার ক্ষমতা থাকায় তাকে অন্যদের থেকে কিছুটা এগিয়ে  রাখা হচ্ছে। ডানহাতি এই ব্যাটসম্যানের রয়েছে নিজস্ব পরিকল্পনা, ‘এটা টি-টোয়েন্টি ম্যাচ, আমাদের ওভাবেই খেলতে হবে। পাওয়ার-প্লে ব্যবহার করতে হবে। শর্ট বেশি খেলতে হবে। আর আমি আমার খেলাটাই খেলব, আমি যে স্টাইলে খেলি। ওভাবেই আগাব।’

সালমা খাতুনের নেতৃত্বে দল কুয়ালালামপুরে যাবে আগামী শুক্রবার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ৩ থেকে ১০ জুন পর্যন্ত চলবে মেয়েদের এশিয়া কাপ। ৩ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে রয়্যাল সেলাঙ্গর ক্লাব মাঠে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়