ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বৈঠকের জন্য করজোড়ে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছিলেন উন’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বৈঠকের জন্য করজোড়ে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছিলেন উন’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্টকে করজোড়ে অনুরোধ জানিয়েছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি গুলিয়ানি। বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলে অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তৃতায় গুলিয়ানি বলেছেন, ‘তারা বলে যে আমাদের বিরুদ্ধে তারা পারমাণবিক যুদ্ধ লড়বে, পারমাণবিক যুদ্ধে তারা আমাদেরকে পরাজিত করবে। আমরা বলেছি, এ ধরণের পরিস্থিতিতে আমরা কোনো সম্মেলন চাই না।’

তিনি বলেন, ‘কিম জং উন করজোড়ে হাঁটুগেড়ে এটির (বৈঠক) জন্য অনুনয় করেছেন, এটাই সেই অবস্থান যেখানে তাকে আপনারা দেখতে চান আপনি।’

গুলিয়ানি জানান, শীর্ষ সম্মেলনে পুনরায় শুরুর ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান এখন উঁচুতে।

গত ১০ মে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের সঙ্গে ১২ জুন সিঙ্গাপুরে তিনি আলোচনায় বসবেন। এরপরই উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে ‘লিবিয়া মডেল’ অনুসরণ করা হতে পারে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ নিয়ে বাকযুদ্ধ শুরু হয়। পরে ট্রাম্প বৈঠক বাতিল ঘোষণা করেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকে পরে বৈঠকের অনুরোধ জানানো হয় এবং ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে আসেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়