ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রক্তের প্রয়োজনে নিঝুম ব্লাড ফাউন্ডেশন

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রক্তের প্রয়োজনে নিঝুম ব্লাড ফাউন্ডেশন

ছাইফুল ইসলাম মাছুম : যেখানেই রক্তের প্রয়োজন, সেখানেই ছুটে যান তারা। স্বেচ্ছাশ্রমে মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ করে দিয়ে বাঁচিয়ে তোলেন প্রাণ। রক্ত দিয়ে এভাবে শত শত রোগীর প্রাণ বাঁচিয়েছে নিঝুম ব্লাড ফাউন্ডেশনের তরুণ কর্মীরা।

‘রক্তের অভাবে আর মৃত্যু নয়’ এই স্লোগান সামনে নিয়ে ১৪ জুন ২০১৭ সালে বিশ্ব রক্তদাতা দিবসে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উদ্যোগে যাত্রা শুরু করে নিঝুম ব্লাড ফাউন্ডেশন।

নিঝুম ব্লাড ফাউন্ডেশনের শুরুর গল্পটা বলতে গিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, ‘একবার আমার এক আত্মীয়র রক্তের খুব প্রয়োজন পড়ে। কিন্তু রক্তের গ্রুপটি দুর্লভ হওয়ায় কোথাও পাওয়া যায়নি। পরে হাসপাতালের দালালদের খপ্পরে পড়ে অনেক হয়রানির শিকার হতে হয়েছিল। খুব হতাশ হয়ে পড়েছিলাম, নিজেকে খুব অসহায় মনে হয়েছে। তখন ভাবলাম কিছু একটা করা উচিত যাতে রক্তের জন্য কাউকে কষ্ট পেতে না হয়, রক্তের জন্য কোনো মানুষের মৃত্যু না ঘটে। সেই চিন্তা থেকেই আমরা নিঝুম ব্লাড ফাউন্ডেশন গড়ে তুলি।’

পথচলার মাস খানেক পর নিঝুম ব্লাডের রক্তদানের আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকার কেন্দ্রীয় কমিটির পাশাপাশি শাখা কমিটি গঠন করা হয় চট্রগ্রাম, নোয়াখালী ও হাতিয়া উপজেলায়। রক্তদানে মানুষদের উৎসাহিত করতে সংগঠনের কর্মীরা কাজ করে অনলাইনে ও সরেজমিনে সমান তালে। সংগঠনটির ফেসবুক গ্রুপ লিংক (www.facebook.com/groups/nijhumblood)।

নিঝুম ব্লাড ফাউন্ডেশন ইতিমধ্যে বেশ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং, স্কুল কলেজে রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন, রক্তদাতাদের তালিকা তৈরি, রক্তদাতাদের সম্মাননাসহ নানা কর্মসূচি। রক্তদান ছাড়াও সংগঠনটি দরিদ্র রোগীদের চিকিৎসা সহযোগিতা, বন্যার্তদের ত্রাণ সহযোগিতা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, রোহিঙ্গাদের ত্রাণ ও নগদ অর্থ সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছে। নিঝুম ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয় সদস্যদের চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক অনুদানে।

নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি সাদ্দাম হোসাইন। তিনি নিজেই মুমূর্ষু রোগীদের ২৪ ব্যাগ রক্ত দিয়েছেন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছি, একজন রক্তযোদ্ধা হিসেবে অসহায় মানুষের সেবা করছি।’

সংগঠনটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন হৃদয় বলেন, ‘আমরা চাই সব মানুষ রক্তদানে সচেতন হয়ে উঠুক। আমরা চাই না, আর কোনো মানুষ রক্তের অভাবে মারা যাক।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়