ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ‘কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এমপিও না দিলে বাড়ি ফিরে যাব না। এক দফা এক দাবি এমপিওভুক্তিকরণ চাই’ এমন নানা স্লোগান দিচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ননএমপিও শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পযর্ন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা।

গত আট দিন ধরে প্রেসক্লাবের বিপরীত পাশের সড়কে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। আজ সহস্রাধিক শিক্ষক এ আন্দোলনে যোগ দিয়েছেন। ঈদের নামাজও তারা আদায় করেছেন সড়কে। এরপর তারা ভুখা মিছিল করেন।

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন ‘বেতন না পাওয়ায় শিক্ষকরা রাজপথে ঈদ পালন করেছেন। তাদের পারিবারের সদস্যরাও না খেয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’

তিনি বলেন, রমজান ও ঈদের জন্য আমাদের আন্দোলন (অবস্থান কর্মসূচি) অধাবেলা হলেও আজ থেকে দিন রাত কর্মসূচি পালিত হবে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমপিভুক্ত করা না হবে ততক্ষণ আমরা রাজপথেই অবস্থান করব।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৮/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়