ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউনাইটেড হাসপাতালের এমডির জামিনের মেয়াদ বাড়ল

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউনাইটেড হাসপাতালের এমডির জামিনের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান খানের জামিন আগামী ২২ জুলাই পর্যন্ত বর্ধিত করেছেন আদালত।

অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েসের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফরিদুর রহমান খান। তার পক্ষে জামিনের শুনানি করেন সাইদুর রহমান মানিক। দুদকের পক্ষে মাহ্মুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২২ জুলাই পর্যন্ত ফরিদুর রহমান খানের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এদিন এই মামলায় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার রহিমা বেগমের জামিনও ওই তারিখ পর্যন্ত বর্ধিত করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গুলশান-২ আবাসিক এলাকায় ২০০৬ সালের আগস্টে ‘কন্টিনেন্টাল হাসপাতাল’ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০০৭ সালে হাসপাতালটির নাম পরিবর্তন করে ইউনাইটেড হাসপাতাল লিমিটেড করা হয়। ২০০৬ সালে কার্যক্রম শুরু হওয়ার পর ঢাকা সিটি করপোরেশনের অঞ্চল ৯ এর তৎকালীন উপকর কর্মকর্তা মো. নাসির উদ্দিন বার্ষিক ২৯ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা নির্ধারণ করে নোটিশ প্রদান করেন। কিন্তু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান ওই করারোপের বিষয়টি না মেনে ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর এআরবি (অ্যাসেসমেন্ট রিভিউ বোর্ড) বরাবর আবেদন করেন। তখন বোর্ডের চেয়ারম্যান ও অন্য দুই সদস্যের অনুপস্থিতিতেই তৎকালীন কমিশনার রহিমা বেগম ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি বার্ষিক কর ২৪ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা নির্ধারণ করেন। বার্ষিক কর কমানোর ফলে ২০১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পাওনা কর দাঁড়ায় ১৮ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৯৫২ টাকা। যদি ভবনের বার্ষিক কর না কমানো হত তাহলে পাওনা হতো ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকা। এই বিষয়ে অনুসন্ধানের জন্য ৬ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছিল দুদক। তদন্তের পাওয়া ফলাফলের ভিত্তিতেই চলতি বছর ১১ জানুয়ারি দুদকের পরিচালক মুহ. মাহবুবুল আলম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার রহিমা বেগমকেও আসামি করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়