ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাজিয়া মিছিল শেষে মোনাজাতে বিশ্ব শান্তি কামনা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাজিয়া মিছিল শেষে মোনাজাতে বিশ্ব শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল।

শুক্রবার সকাল ১০টার পর পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হয় তাজিয়া মিছিল। দুপুর ১টায় এর সমাপ্তি ঘটে ধানমন্ডি লেকের ধারে প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে মুসলিম উম্মাহ তথা সারা বিশ্বে শান্তি কামনা করা হয়।

তাজিয়া মিছিলকে ঘিরে বিভিন্ন বয়সী মানুষকে দেখা যায়। তারা বুক চাপড়ে শোক প্রকাশ করেন। হোসেনি দালানের সুপারিনটেনডেন্ট এম এম ফিরোজ হোসাইন গণমাধ্যমকে জানান, এবার তাজিয়া মিছিল উপলক্ষে ৩০০ নিজস্ব স্বেচ্ছাসেবক কাজ করেছে।

উল্লেখ্য, হিজরি সাল অনুসারে ১০ মহররম সমগ্র মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালিত হয়।



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়