ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এশিয়া কাপে হারে শুরু বাংলাদেশের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়া কাপে হারে শুরু বাংলাদেশের

ফাইল ফটো

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে আরও একবার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে বড়রা যখন আরব আমিরাত থেকে দেশের পথে তখন হারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশের যুবারা।

সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দাপুটে জয়ে এবার এশিয়া কাপ অভিযান শুরু করেছিল মাশরাফি-মুশফিকরা। কিন্তু শ্রীলঙ্কা যুবা দলের বিপক্ষে উল্টা অবস্থা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। গ্রুপ ‘বি’ এর ম্যাচে লঙ্কান যুবাদের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী লড়াইয়ে আজ মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।  টস হেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কা অধিনায়ক নিপুন ধনঞ্জয়া।  আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে  সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ৩৭.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে বড় কোনো ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটসম্যানই। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রান এসেছে অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানে আউট হন ওপেনার তানজিদ হাসান। এছাড়া শামীম হোসেন ২০, রিশাদ হোসেন ১৮, মৃত্যঞ্জয় ১২ ও শরীফুল ইসলাম ১১ ছাড়া আরও কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে ১৪১ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

লক্ষ্য তাড়া করে খেলতে নেমে শ্রীলঙ্কাকে একাই জিতিয়েছেন নুয়ানিদু ফের্নান্দো। ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এছাড়া সোরিয়াবান্দারা ৩৬, ফের্নান্দো ১২ রান করেন।

বল হাতে বাংলাদেশি যুবাদের হয়ে শরীফুল ইসলাম ২টি ও মৃত্যঞ্জয় চৌধুরি একটি উইকেট পেয়েছেন।




রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়