ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রবীণদের সুরক্ষায় আইন প্রয়োজন’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রবীণদের সুরক্ষায় আইন প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রবীণদের সুরক্ষায় আইন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফোরাম ফর দ্যা রাইটস অব দ্য এল্ডারলি, বাংলাদেশ নামে একটি সংগঠন এ আলোচনার সভার আয়োজন করে।

সংগঠনের মহাসচিব হাসিব খানের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, হেল্প এইজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা প্রমুখ।

কাজী রিয়াজুল হক বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, প্রবীণদের দেশের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। প্রবীণরা সরকারি দপ্তরে গিয়ে যেন হয়রানি বা অবহেলার শিকার না হয় সেইজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন|

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সংবিধানে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমি মনে করি প্রবীণরা সবচেয়ে বেশি মানবিক মর্যাদা পাওয়ার দাবীদার।

দেশের মুক্তিযুদ্ধসহ উন্নয়নের ক্ষেত্রে প্রবীণদের অবদানের কথা তুলে ধরে কাজী রিয়াজুল হক বলেন, উন্নত বিশ্বের মত বাংলাদেশেও সকল প্রবীণকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে।

তিনি প্রবীণদের স্বার্থ রক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি জানান।




রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/মেহেদী/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়