ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কালিহাতীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালিহাতীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গাতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লার ছোট ভাই রাজাবাড়ী গ্রামের আজম মোল্লা, মামুন মোল্লা ও ভাবলার গ্রামের খোকন সরকারের সাথে ডিস ব্যবসা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সোমবার খোকন সরকারকে রাজাবাড়ী গ্রামের কয়েকজন মারধর করে। এর জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে ভাবলা গ্রামের লোকজন দোষীদের বিচার দাবি করে লাঠিশোঠা নিয়ে মিছিল নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পুলিশ তাদেরকে গ্রামে ফিরে যেতে বারবার অনুরোধ করে।

অপরদিকে রাজাবাড়ী গ্রামের লোকজন ময়মনসিংহ লিংক রোডের রাজাবাড়ী মোড়ে জমায়েত হয়। তারা এলেঙ্গা বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হলে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ইট-পাটকেল ও লাঠির আঘাতে পুলিশ ও পথচারিসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি ও এলেঙ্গার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধাওয়া পাল্টা-ধাওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, কালিহাতী সার্কেলের এএসপি মাসুদুর রহমান মনির, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন। তারা উভয় গ্রামবাসীর মাঝখানে অবস্থান নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ডিস ব্যবসাকে কেন্দ্র করে রাজবাড়ীর কয়েকজন লোক ভাবলা গ্রামের একজনকে মারধর করেন। মারপিটের জের ধরেই  এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো মামলা হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/৯ অক্টোবর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়